আজ- শুক্রবার | ৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১ | সকাল ৮:১৬
৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১
৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ, ১৪৩১

কালিহাতীর শফিকুল দুই মাস ধরে নিখোঁজ

দৃষ্টি নিউজ:

dristy-37টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বলদকুড়া গ্রামের মৃত চাঁন মাহমুদের ছেলে তাঁত শ্রমিক শফিকুল ইসলাম সলিট দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন। গত ১০ জানুয়ারি পাশের রামপুর যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।
নিখোঁজ শফিকুলের ভাই মো. রমজান আলী জানান, বাড়ি থেকে রামপুর বাজারে যাওয়ার কথা বলে বেড়িয়ে যাওয়ার পর আর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। সে মাদকাসক্ত ও পুলিশের সোর্স ছিল। তিনি জানান, এলাকার কতিপয় লোক রামপুর বাজারে বলাবলি করছে শফিকুলকে স্থানীয় মাদক ব্যবসায়ীরা খুনের পর লাশ গুম করে ফেলেছে।
কালিহাতী থানার এসআই নাসির উদ্দিন জানান, শফিকুল ইসলাম ওরফে সলিটের(৩৫) মোবাইল ০১৭২৩-৬৩৪৩১৬ নম্বর ট্র্যাক করে গত ১০ জানুয়ারি তার লোকেশন রামপুর বাজারে ছিল বলে জানাগেছে। এরপর থেকে মোবাইলটি বন্ধ রয়েছে। এ বিষয়ে শফিকুলের ভাই রমজান আলী কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি(নং-৭১৯, তাং-১৭/০১/২০১৭ইং) তার সন্ধান চেয়ে বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে। তিনি আরো জানান, তার গায়ের রং শ্যামলা, মুখমন্ডল চ্যাপ্টা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, হালকা-পাতলা গড়ন, পড়নে ছিল প্যান্ট ও চকলেট রংয়ের জ্যাকেট।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়