আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ২:১০

কালিহাতী উপজেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

dristy-dir-26
টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে উপ-নির্বাচনকে সামনে রেখে কালিহাতী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা বৃহস্পতিবার(২৬ জানুয়ারি) উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিসুর রহমান(দাদু ভাই), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, যুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, বাংড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, আওয়ামীলীগ নেতা আসলাম সিদ্দিকী ভুট্টু প্রমুখ।
সভায় টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে আগামী ৩১ তারিখের নির্বাচনে হাসান ইমাম খান সোহেল হাজারিকে নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করতে আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno