দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি ও মেধাবী ছাত্রনেতা জটিল কিডনীরোগে আক্রান্ত মিজানুর রহমান মিশনের পাশে দাঁড়িয়েছে টাঙ্গাইল জেলা ছাত্রদল।
সোমবার(১৩ মার্চ) দুপুরে টাঙ্গাইল পৌর সভার বিশ্বাস বেতকার মুন্সি পাড়ার বাসায় জেলাছাত্রদল নেতারা গিয়ে মিজানুর রহমান মিশনের খোঁজ খবর নেন। এ সময় জেলা ছাত্রদল সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদ ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিকের নেতৃত্বে জেলা ছাত্রদল নেতৃবৃন্দ অসুস্থ ছাত্রনেতা মিশনের মায়ের হাতে চিকিৎসার সহযোগিতার জন্য নগদ ৫০ হাজার টাকা তুুলে দেন।