দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী কুমুদিনী সরকারি কলেজে রোববার(২০ নভেম্বর) নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২০১৬-১৭ শিক্ষা বর্ষের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফা রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সাংসদ আলহাজ মো. ছানোয়ার হোসেন ও শিক্ষক পরিষদের নেতা মো. আনোয়ার হোসেন। এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি, ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।