দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে রোগীদের টাকা ও মোবাইল হাতিয়ে নেয়ার অভিযোগে মো. আসলাম মিয়া (২৭) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুমুদিনী হাসপাতালের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসলাম মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা গ্রামের মো. সারোয়ার হোসেন খানের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আসলাম কুমুদিনী হাসপাতালে রোগীদের কাছে ডাক্তার পরিচয় দিয়ে সখ্যতা গড়ে তোলেন। এক পর্যায়ে কৌশলে রোগীদের টাকা ও মোবাইল সেট হাতিয়ে নেন। গত কয়েকদিনে তিনি হাসপাতাল থেকে বিপুল অংকের টাকা ও কয়েকটি মোবাইল সেট হাতিয়ে নিয়েছেন বলে জানাগেছে। বিষয়টি কুমুদিনী হাসপাতালের সহকারী প্রশাসক সৈয়দ হায়দার আলী জানতে পেরে নিরাপত্তা কর্মীদের গোপনে নজর রাখতে বলেন। বৃহস্পতিবার সকালে হাসপাতালের এমএসবি ওয়ার্ডের রোগী লাবু সিকদারের কাছ থেকে একই পন্থায় প্রতারক আসলাম একটি মোবাইল সেট হাতিয়ে নেন এবং মোবাইল সেটটি অন্যত্র রেখে আসেন। পুনরায় অপর এক রোগীর কাছ থেকে একই পদ্ধতিতে মোবাইল সেট হাতিয়ে নেয়ার চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরা তাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ কুমুদিনী হাসপাতালে গিয়ে আসলামকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে দুইটি মোবাইল সেট উদ্ধার করে।
কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।