আজ- ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১১:১৮

কুরতুবী ক্যাডেট মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ

 

দৃষ্টি নিউজ:

dristy-5
টাঙ্গাইল কুরতুবী ক্যাডেট মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষার্থীদের মনোমুদ্ধকর হামদ-নাত, ইসলামী সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের একাডেমিক ক্যাম্পাস সাবালিয়ায় মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) সকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুরতুবী ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনুর রশীদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম। বিশেষ অতিথি ছিলেন, সাবেক শিক্ষা অফিসার আবুল কাসেম মিঞা, পৌরসভার সাবেক কমিশনার জাহাঙ্গীর হোসেন, টাঙ্গাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার হোসেন খান, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর ওবায়েদুর করিম বাবলু। এছাড়া অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুরতুবী ক্যাডেট মাদরাসার অধ্য মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ। বিশেষ আলোচক ছিলেন, দেলদুয়ার সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজের প্রভাষক ড. মুহাম্মদ আব্দুল জলিল, কোদালিয়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুলাহ আল মামুন, সাবালিয়া আদর্শ জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে গত বছরের পিএসসি, জেএসসি, দাখিল এবং জাতীয় হিফজ প্রতিযোগীতায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা পর্যায়ে হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন, দৈনিক প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরানের জেষ্ঠ্য পুত্র আশিক আনোয়ার হিমেল। প্রতিষ্ঠানের সকল বিভাগের শিক্ষার্থী এবং অভিভাবকরা এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno