আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  ভোর ৫:৪৫

কোপা ফাইনাল : মেসিদের হুমকি দিলেন ম্যারাডোনা!

 
maradona111_17537
চলতি কোপা আমেরিকায় দুরন্ত ফর্মে মেসিরা৷ ২৩ বছর পর কোনও বড় আসরে ট্রফি জেতার সব রসদই রয়েছে জেরার্ডো মার্টিনোর এই দলটায়৷ প্রতিটি ম্যাচেই গোলের বন্যা আর্জেন্টিনা ফুটবলারদের পায়ে৷ তা সত্বেও কিনা হুমকির মুখে পড়তে হল মেসিদের৷ হুমকিটা যে-সে দেয়নি৷ হুমকি এসেছে খোদ ম্যারাডোনার কাছ থেকে৷ ইতিমধ্যেই আর্জেন্টিনা উঠে গেছে শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে। এই নিয়ে টানা তিনবার কোপা ফাইনালে মেসিরা৷
২৭ জুন এবার ফাইনালে চিলির মুখোমুখি হবে আর্জেন্টাইনরা। কিন্তু গতবারের ফলের পুনরাবৃত্তি হলে মেসিদের দেশে ফেরাই যে মুশকিল হয়ে যাবে! কারণ, আর্জেন্টিনা ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা হুমকি দিয়েছেন উত্তরসূরিদের৷ তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত, দল যে ছন্দে রয়েছে তাতে আমরা ফাইনালে জিতব। কিন্তু যদি না জিতি, তাহলে ওদের ফেরার দরকার নেই।’ ফাইনালের আগে মারাদোনার এই বক্তব্যে গোটা আর্জেন্টিনা দল হতবাক৷

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno