আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  বিকাল ৪:০২

ক্রিকেট খেলে ‘বড় খাসি’ জিতেছে সরাবাড়ী নাইট রাইডার্স

 

ঘাটাইল প্রতিনিধি:

‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল- মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে টাঙ্গাইলের ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নে কালিকাপুর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেণ্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে সরাবাড়ী নাইট রাইডার্স একাদশ চ্যাম্পিয়ন হয়ে একটি বড় খাসি পুরষ্কার পেয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) উপজেলার কালিকাপুর চেকপোস্ট ময়দানে কালিকাপুর ক্রীড়া সংঘের আয়োজনে প্রিমিয়ার লিগ ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত হয়।


খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক মো. ফারুক হোসেন খান রাসেল। দেওপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইব্রাহিম মিয়া তাহেরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইঞ্জিয়ার রাসেল তালুকদার, দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।


ফাইনাল খেলায় সরাবাড়ী নাইট রাইডার্স একাদশ বানাম ভোজদত্ত একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ১২ রানে ভোজদত্ত একাদশকে পরাজিত করে সরাবাড়ী নাইট রাইডার্স একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলের মাঝে একটি বড় খাসি ও বিজিত দলের মাঝে একটি ছোট খাসি বিতরণ করেন।


প্রকাশ, খেলায় পুরষ্কার হিসেবে খাসি উপহার দেওয়ায় স্থানীয়দের মাঝে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno