আজ- শুক্রবার | ৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১ | রাত ৪:৩১
৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১
৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ, ১৪৩১

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে মোবাইল অ্যাপস উদ্বোধন

দৃষ্টি নিউজ:

dristy-d-72খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার আগে মোবাইল অ্যাপসটি উদ্বেধন করেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় টাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ। অ্যাপসটি তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের অর্ন্তভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. সেলিম হোসেন। এ সময় টাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. রুবাইয়াত ফারজানা হোসাইন, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. হোসাইন রেজা, বায়োমেডিকেল অনুষদের ডিন প্রফেসর ডা. আব্দুল্লাহ আক্তার আহমেদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইন্দ্রনীল মিশ্র, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান রাজিব আল মামুন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর এএইচএম আবু আল আউয়াল, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান এএফএম নাজমুস সাদাত, বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. রেজাউল করিম, ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান মো. আমিনুজ্জামান তালুকদার, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ তাহেরুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়