দৃষ্টি বিনোদন:

হলিউড প্রেমীদের জন্য অবশেষে সুখবরটা এলো। সব ঠিকঠাক মতো থাকলে চলতি বছরের ২৬ মার্চ মুক্তি পাবে গডজিলা ভার্সেস কং।
ইতোমধ্যে কাঙ্খিত মুভিটির ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই বাজিমাত করেছে ট্রেলারটি।
২০১৫ সালের অক্টোবর মাসে জানা গিয়েছিল এই ছবি তৈরির কথা। ৬ বছর পর একসঙ্গে এই দুই চরিত্র নিয়ে পর্দায় হাজির হলেন দুই প্রযোজনা সংস্থা।
রোববার(২৪ জানুয়ারি) ওয়ার্নার ব্রাদার্স পিকচারের অফিসিয়াল চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে গডজিলা ভার্সেস কংয়ের ট্রেলার।
ট্রেলারটি দেখে এরইমধ্যে উচ্ছ্বসিত দর্শকরা। ৫ বছর ধরে যে ছবির জন্য অপেক্ষা, তার ট্রেলার আরও বেশি উত্তেজিত করবে এটাই স্বাভাবিক!
সেই কাজটা খুব দক্ষতার সঙ্গেই করেছে ছবির নির্মাতা লেজেন্ডারি আর ওয়ার্নার ব্রাদার্স।
সূত্র: অনলাইন।