দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের দেলদুয়ারে গণিত পরীক্ষা খারাপ হওয়ায় মুক্তা নাগ তপতী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার(১৩ ফেব্রুয়ারি) সকালে পারিবারিক ঠাকুর ঘরে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। মুক্তা লাউহাটী ইউনিয়নের বর্ণী গ্রামের নারায়ণ নাগের মেয়ে। এ বছর সে ড. আলীম আল রাজী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
মুক্তার ভাই চঞ্চল নাগ জানান, রোববার(১২ ফেব্রুয়ারি) গণিত পরীক্ষা দিয়ে বাড়িতে এসে সে মন ভার করে থাকে। জিজ্ঞেস করলে পরীক্ষা খারাপ হয়েছে বলে জানায়। সোমবার সকালে তার ধর্ম বিষয়ে পরীক্ষা ছিল। পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার আগে সে প্রতিদিনের মতো ঠাকুর ঘরে প্রণাম করতে যায়। পরে ঠাকুর ঘরের আড়ার(ধর্ণা) সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
এ ব্যাপারে দেলদুয়ার থানা পুলিশের ওসি মো. মোশারফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দুপুরে থানায় নিয়ে আসে। নিহতের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।