আজ- বুধবার | ২৬ মার্চ, ২০২৫
১২ চৈত্র, ১৪৩১ | বিকাল ৫:৪৩
২৬ মার্চ, ২০২৫
১২ চৈত্র, ১৪৩১
২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র, ১৪৩১

গাজীপুর-টাঙ্গাইলে নিহত ৩ জঙ্গির তথ্য চেয়েছে র‌্যাব

দৃষ্টি নিউজ:

millitant_tangail-gazipur_27510_1476245306গাজীপুর, টাঙ্গাইল ও আশুলিয়ায় র‌্যাবের অভিযানে নিহত সন্দেহভাজন ৫ জঙ্গির মধ্যে তিনজনের ছবি প্রকাশ করে তাদের তথ্য জানতে চেয়েছে র‌্যাব। মঙ্গলবার(১১ অক্টোবর) রাতে র‌্যাবের ফেসবুক পাতায় নিহত তিন ‘জঙ্গির’ ছবি প্রকাশ করা হয়। এতে নিহতদের পরিচয় জানাতে দেশবাসীর কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
তবে নিহতদের মধ্যে বাকি দুই জঙ্গির পরিচয় নিশ্চিত হতে পেরেছে বলে জানিয়েছে র‌্যাব।  ওই দুই জঙ্গি হলো- মো. আহসান হাবিব ও মো. আমিনুল ইসলাম।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মো. আহসান হাবিব নওগাঁ জেলার রানীনগর উপজেলার আলতাফ হোসেনের ছেলে এবং নাম মো. আমিনুল ইসলাম জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের গাফফার মন্ডলের ছেলে।
র‌্যাবের পক্ষ থেকে তাদের ফেইসবুক পেজে বলা হয়েছে, জঙ্গিদের সম্পর্কে জানতে পারলে নিকটস্থ র‌্যাবক্যাম্প অথবা র‌্যাব সদর দফতরে যোগাযোগ করতে। প্রয়োজনে +৮৮০১৭৭৭৭২০০৭৫ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
তবে নিহত জঙ্গিদের তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে বলে নিশ্চিত করা হয়েছে।(সংগৃহীত)

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়