দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলেল কালিহাতী উপজেলার গোপালদীঘি কেপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব শনিবার(৭ জানুয়ারি) দিনব্যাপি অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সম্মানা প্রদান, আলোচনা সভা, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মাহফিল এবং বিদ্যালয়ের প্রথম ও প্রবীণ প্রধান শিক্ষক মজিবর রহমানকে বিশেষ সম্মাননা ইত্যাদি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইব্রাহিম হোসেন খান। অনুষ্ঠান উদ্বোধন করেন, টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সহ-সভাপতি আলহাজ আমির কুদরত ই-এলাহী খান। প্রধান আলোচক ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী।
শতবর্ষপূর্তি উদযাপন বাস্তবায়ন কমিটির সভাপতি পরিতোষ চক্রবর্তীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাইদ, টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক মহসিন সকদার, ব্রিগেডিয়ার জেনারেল দীপক কুমার পাল চৌধুরী, প্রফেসর ডা. নজরুল ইসলাম, প্রফেসর ডা. উপেন্দ্র কুমারে দে সরকার, কামরুজ্জামান খান, ব্যবসায়ী শহিদুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আফজাল হোসেন মোল্লা, সদস্য বীরমুক্তিযোদ্ধা শামসুল হক মহসিন, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মনির সিকদার প্রমুখ।