আজ- বৃহস্পতিবার | ২৭ মার্চ, ২০২৫
১৩ চৈত্র, ১৪৩১ | দুপুর ১২:৩০
২৭ মার্চ, ২০২৫
১৩ চৈত্র, ১৪৩১
২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র, ১৪৩১

গোপালপুরে কৃষ্ণা রাণীকে সংবর্ধনা

দৃষ্টি নিউজ:

copy
এএফসি অনুর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ সি’র বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক কৃষ্ণা রাণী এবং দুই সদস্য জোৎস্না ও রুমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের গোপালপুরে তাদের সংবর্ধনা দেয় স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী তালুকদার, ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপন ও সুতি ভিএম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ প্রমুখ।
এদিকে, কৃষ্ণাকে নিয়ে দারুণ খুশি ও গর্বিত তার গ্রামবাসী, স্কুলের সহপাঠী ও শিক্ষকরা।
গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামের এক দরিদ্র পরিবারের জন্ম কৃষ্ণার। স্কুল পর্যায়ে ভালো ফুলবল খেলার কারণে শিক্ষকদের নজরে পড়ে সে। পরে স্থানীয় সুতি ভিএম উচ্চ বিদ্যালয়ে ভর্তির সুযোগ হয় তার। এখান থেকেই মূলত ভালো ফুটবলার হিসেবে পরিচিতি গড়ে ওঠে তার।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়