আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  ভোর ৫:৩৭

গোপালপুরে কৃষ্ণা রাণীকে সংবর্ধনা

 

দৃষ্টি নিউজ:

copy
এএফসি অনুর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ সি’র বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক কৃষ্ণা রাণী এবং দুই সদস্য জোৎস্না ও রুমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের গোপালপুরে তাদের সংবর্ধনা দেয় স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী তালুকদার, ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপন ও সুতি ভিএম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ প্রমুখ।
এদিকে, কৃষ্ণাকে নিয়ে দারুণ খুশি ও গর্বিত তার গ্রামবাসী, স্কুলের সহপাঠী ও শিক্ষকরা।
গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামের এক দরিদ্র পরিবারের জন্ম কৃষ্ণার। স্কুল পর্যায়ে ভালো ফুলবল খেলার কারণে শিক্ষকদের নজরে পড়ে সে। পরে স্থানীয় সুতি ভিএম উচ্চ বিদ্যালয়ে ভর্তির সুযোগ হয় তার। এখান থেকেই মূলত ভালো ফুটবলার হিসেবে পরিচিতি গড়ে ওঠে তার।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno