আজ- শুক্রবার | ৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১ | সকাল ৭:১৭
৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১
৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ, ১৪৩১

গোপালপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

দৃষ্টি নিউজ:

khonটাঙ্গাইলের গোপালপুরে স্ত্রী হত্যার অভিযোগে আবু হানিফা নামে এক যুবককে বুধবার(২৭ সেপ্টেম্বর) রাতে পুলিশ গ্রেপ্তার করেছে।
জানাগেছে, উপজেলার হাদিরা ইউনিয়নের আজগরা দক্ষিণপাড়া গ্রামের আবু হানিফার স্ত্রী আজিরন ২৩ জুন প্রতিবেশী আবদুস সোবাহানের বাড়িতে গৃহপরিচালিকার কাজ করতে গিয়ে নিখোঁজ হন। পরদিন বাড়ির পাশে একটি ডোবা থেকে পুলিশ গৃহবধূ আজিরনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত আজিরনের বাবা আবদুল আজিজ ফকির বাদী হয়ে গোপালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। এদিকে, ময়নাতদন্তের প্রতিবেদনে আজিরনকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় গোপালপুর থানা পুলিশ বুধবার(২৭ সেপ্টেম্বর) রাতে আজিরনের স্বামী আবু হানিফাকে সন্দেহমূলকভাবে আটক করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি আরিজনকে হত্যার কথা স্বীকার করলে নিহতের ভাই আনোয়ার হোসেন তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে গোপালপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়