দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া নয়াপাড়া গ্রামে শুক্রবার(৩০ ডিসেম্বর) সকালে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবা সহ গোলাপ খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোর্য়েদি পুলিশ(ডিবি)।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের(উত্তর) এসআই শরিফ উদ্দিন ভূঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে এষআই সবেদ অঅলী, মিজান, রাইজুদ্দিন ও এসআই হাবিবের সমন্বয়ে গঠিত একটি টীম গোপালপুর উপজেলঅর শাখারিয়া নয়াপাড়া গ্রামে গোলাপ খানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরের তোষকের নিচ থেকে পলিথিনে মোড়ানো প্যাকেটে রাখা তিন হাজার পিস ইয়াবা উদ্ধার ও গোলাপ খানকে(৩৫) গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গোপালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।