দৃষ্টি নিউজ:
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ভূঞাপুরের গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিনের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল্লাহ আল মুজাহীদ শাহীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী, গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মফিজুর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য রফিকুল ইসলাম, মজনু মিঞা, ইউসুফ আলী সরকার, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক প্রমুখ।
এছাড়াও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান মাওলানা আলহাজ্ব শহীদুল ইসলাম।