প্রথম পাতা / টপ সংবাদ /
গোল, গো-ল ঃঃ স্টেডিয়ামে ভাসানী কাপ ফুটবল টুর্নামেন্ট চলছে
By দৃষ্টি টিভি on ৫ সেপ্টেম্বর, ২০১৬ ৩:৩৪ অপরাহ্ন / no comments
দৃষ্টি স্পোর্টস:
টাঙ্গাইল স্টেডিয়ামে চলছে গোলের খেলা ফুটবল। পঞ্চম মওলানা ভাসানী কাপ ফুটবল টুর্নামেন্টর জাকজমকপূর্ণ খেলায় মাঝে মাঝেই চিৎকার ভেসে আসছে গোল, গো-ল।
নকআউট পদ্ধতির টুর্নামেন্টে অংশ নেয়া মোট ৮টি দল হচ্ছে, ধুলুটিয়া উত্তরণ যুব সংঘ, পিচুটিয়া যুব সংঘ, ধনবাড়ী ফুটবল একাদশ, মিতালী যুব সংঘ, গোপালপুর ফরহাদ হোসেন স্মৃতি ফুটবল একাডেমি, মগড়া ইউনিয়ন ক্রীড়া চক্র, ফতেপুরের শহীদ ফারুক স্মৃতি সংসদ, বাসাইল কাশিল পল্লী উন্নয়ন ও সমাজকল্যাণ সমিতি।
টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম। বক্তব্য রাখেন, শহীদুল আলম শহীদ, অমল বসাক, মির্জা মইনুল হোসেন লিন্টু, আতিকুর রহমান খান জামিল প্রমুখ।
টাঙ্গাইল স্টেডিয়ামে শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে উদ্বোধনী খেলায় ধুলুটিয়া উত্তরণ যুব সংঘ ১-০ গোলে পিচুটিয়া যুব সংঘকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। খেলার ১৩ মিনিটের সময় ধুলুটিয়া কাবের শাহীন একমাত্র গোল করেন। টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় এমপি ছানোয়ার হোসেন। রোববার (৪ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে ধনবাড়ী ফুটবল একাদশ বনাম সুরুজ মিতালি যুব সংঘ কাবের মধ্যে ০-০ গোলে অমিমাংসিত থাকে। পরে ট্রাইব্রেকারে ধনবাড়ী ফুটবল একাদশ ৪-৩ গোলে সুরুজ মিতালি যুব সংঘ কাবকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।
মন্তব্য করুন
সর্বশেষ আপডেট
-
দেড়শ’ বছরের ডুবের মেলায় লতিফ সিদ্দিকী
-
ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানীর প্রতিবাদে মানববন্ধন
-
দেশে বৈষম্য আর দুর্নীতি চরমভাবে বৃদ্ধি পেয়েছে :: রাশেদ খান মেনন
-
যমুনায় ধরা পড়ল ৫৫ কেজির বাঘাইড়
-
টাঙ্গাইল স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
-
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৪৯৮ টাকা
-
টাঙ্গাইলে স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতার ৩৬৩তম আসর
-
টাঙ্গাইলের প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পী মহুয়া শিশু পুরস্কারে ভূষিত
আপডেট পেতে লাইক করুন
