আজ- মঙ্গলবার | ১৮ মার্চ, ২০২৫
৪ চৈত্র, ১৪৩১ | রাত ১২:৩৭
১৮ মার্চ, ২০২৫
৪ চৈত্র, ১৪৩১
১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র, ১৪৩১

গোল, গো-ল ঃঃ স্টেডিয়ামে ভাসানী কাপ ফুটবল টুর্নামেন্ট চলছে

দৃষ্টি স্পোর্টস:

images
টাঙ্গাইল স্টেডিয়ামে চলছে গোলের খেলা ফুটবল। পঞ্চম মওলানা ভাসানী কাপ ফুটবল টুর্নামেন্টর জাকজমকপূর্ণ খেলায় মাঝে মাঝেই চিৎকার ভেসে আসছে গোল, গো-ল।
নকআউট পদ্ধতির টুর্নামেন্টে অংশ নেয়া মোট ৮টি দল হচ্ছে, ধুলুটিয়া উত্তরণ যুব সংঘ, পিচুটিয়া যুব সংঘ, ধনবাড়ী ফুটবল একাদশ, মিতালী যুব সংঘ,  গোপালপুর ফরহাদ হোসেন স্মৃতি ফুটবল একাডেমি, মগড়া ইউনিয়ন ক্রীড়া চক্র, ফতেপুরের শহীদ ফারুক স্মৃতি সংসদ, বাসাইল কাশিল পল্লী উন্নয়ন ও সমাজকল্যাণ সমিতি।
টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। প্রধান অতিথি ছিলেন,  জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম। বক্তব্য রাখেন, শহীদুল আলম শহীদ, অমল বসাক, মির্জা মইনুল হোসেন লিন্টু, আতিকুর রহমান খান জামিল প্রমুখ।
টাঙ্গাইল স্টেডিয়ামে শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে উদ্বোধনী খেলায় ধুলুটিয়া উত্তরণ যুব সংঘ ১-০ গোলে পিচুটিয়া যুব সংঘকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। খেলার ১৩ মিনিটের সময় ধুলুটিয়া কাবের শাহীন একমাত্র গোল করেন। টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় এমপি ছানোয়ার হোসেন। রোববার (৪ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে ধনবাড়ী ফুটবল একাদশ বনাম সুরুজ মিতালি যুব সংঘ কাবের মধ্যে ০-০ গোলে অমিমাংসিত থাকে। পরে ট্রাইব্রেকারে ধনবাড়ী ফুটবল একাদশ ৪-৩ গোলে সুরুজ মিতালি যুব সংঘ কাবকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়