আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৬:২৯

ঘাটাইলের লোকেরপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

SAMSUNG CAMERA PICTURES

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ওএস ফাযিল মাদরাসা মাঠে রোববার(২৬ ফেব্রুয়ারি) বিকালে আইনশৃঙ্খলা বিষয়ক এক উঠন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
লোকেরপাড়া মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আওরঙ্গজেব খান হিটলার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ পরিদর্শক মো. আলী হোসেন। এসময় আইনশৃঙ্খলা বিষয় নিয়ে বক্তব্য রাখেন, লোকেরপাড়া মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটির সভাপতি অ্যাডভোকেট বেলায়েত হোসেন খান কাপাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক আ. রশিদ তালুকদার, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম তালুকদার তারা, লোকেরপাড়া ওএস ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আনিছুর রহমান, কবি ছাইফুল ইসলাম, প্রভাষক সুলতান আহম্মেদ, সহকারী শিক্ষক খুররম খান, আওয়ামীলীগ নেতা মো. ইমরান হোসেন তালুকদার, জাকারিয়া খান, লোকেরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম খন্দকার খাইরুল ইসলাম প্রমুখ।
বৈঠকে মাদক, জুয়া, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিয়ে সহ সকল অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধকল্পে লোকেরপাড়া মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটি, পুলিশ ও এলাকাবাসী একাত্ম হয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন লোকেরপাড়া মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইব্রাহীম ভুইয়া।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno