আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৮:৪১

ঘাটাইলের সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী তালুকদার আর নেই

 

দৃষ্টি নিউজ:

timthumb-9জাতীয় দলের ফুটবলার মো. জাহিদ হোসেনের বাবা ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী তালুকদার আর নেই। তিনি বুধবার(১৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি……..রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভুগছিলেন। সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশে চিকিৎসা করলেও তিনি পুরোপুরি সুস্থ হতে পারেন নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি ২ ছেলে ১ মেয়ে সহ বহু সহকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার বিকালে মরহুমের মরদেহ তাঁর জন্মস্থান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দীঘলকান্দি ইউনিয়নের সাধুটি নজিমউদ্দিন হাই স্কুলের মাঠে আনা হলে এক হৃদয় বিদারক ঘটনার অবতাড়না হয়। শ’ শ’ মানুষ তাকে শেষবার দেখার জন্য ভিড় জমায়।
মরহুমের ভাগ্নি জামাতা অ্যাডভোকেট আবু সাঈদ জানান, বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাধুটি নজিমউদ্দিন হাই স্কুলের মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে সাধুটি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জাতীয় ফুটবল দলের খেলোয়ার মো. জাহিদ হোসেন তালুকদার তাঁর বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno