দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝিনাই নদীর দিঘলকান্দি ইউনিয়নের আড়ালিয়া ঘাট নামকস্থান থেকে বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারি) দুপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে ঝিনাই নদীতে অজ্ঞাত নারীর মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ অজ্ঞাত ওই নারীর মরদেহ(৫০) উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। শ্যামলা বর্ণের ওই মরদেহের পড়নে ছিল কালো রঙের মেক্সি।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।