দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ঘাটাইলে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার কামালপুর কয়েদীপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বিকালে কয়েদীপাড়া গ্রামের গজারি বনে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাত পরিচয় ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. চান মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে জঙ্গলে ফেলে রেখে গেছে।