দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ঘাটাইলে লোকেরপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে সোমবার(১৯ ডিসেম্বর) বিকালে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউপি সদস্য মনিরুজ্জামান খানের সভাপতিত্বে লোকেরপাড়া নতুন বাজারে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আকরাম হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম তালুকদার আনোয়ার, ঘাটাইল থানার এসআই আলী হোসেন, এএসআই নবাব আলী, নূরুল ইসলাম তালুকদার, আব্দুল বাছেদ সিকদার, আনেহলা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ লাল মিয়া, লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মসলিম উদ্দিন খান, আব্দুস ছাত্তার আকন্দ, বিএনপি নেতা রবি শেখ, জুলহাস শেখ প্রমুখ। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।