আজ- মঙ্গলবার | ১৪ জানুয়ারি, ২০২৫
৩০ পৌষ, ১৪৩১ | রাত ১:০৯
১৪ জানুয়ারি, ২০২৫
৩০ পৌষ, ১৪৩১
১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ, ১৪৩১

ঘাটাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইলে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই কার্যক্রমের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান।


উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ওই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শাহীনা সুলতানা শিল্পী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রিসালাত আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিকুর রহমান, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম মটু প্রমুখ।


উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান, ঘাটাইল উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ৪ হাজার ৮০০ জন কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হচ্ছে। আবাদ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, মসুর, খেসারি বীজ সহ প্রত্যেক কৃষককে পরিমাণমতো প্রয়োজনীয় রাসায়নিক সার দেওয়া হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়