দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দূর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটির ঘোষণার দাবিতে রোববার(২০ সেপ্টেম্বর) বিকালে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জাতীয় হিন্দু মহাজোটের ঘাটাইল উপজেলা শাখার নেতারা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি তুলে দেন, ঘাটাইল উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি বিপুল চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক বিভাষ চন্দ্র বিশ্বাস, যুব হিন্দু মহাজোটের সভাপতি সঞ্চয় চক্রবর্তী (বেণু), সাধারণ সম্পাদক রাজন চন্দ্র বসু, যুগ্ম-সাধারণ সম্পাদক পঙ্কজ আর্য্য (সুমন), ছাত্র বিষয়ক সম্পাদক কমলেশ বর্মন, দপ্তর সম্পাদক পলাশ চন্দ্র চন্দ, তথ্য বিষয়ক সম্পাদক প্রকাশ চন্দ্র সেন, শ্যামল চন্দ্র বিশ্বাস, দিপক চন্দ্র রায়, বিপ্লব চন্দ্র নন্দী প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন ও সহকারী কমিশনার ভূমি প্রভাংশু সোম মহান স্মারকলিপি গ্রহন করে যথাযথ প্রক্রিয়ায় উর্ধতন মহলের কাছে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন।