দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী নামকস্থানে রোববার(২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
ঘাটাইল থানার ওসি কামাল হোসেন বলেন, সকালে ঘাটাইল থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও তিন জন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক। নিহতের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।