দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল বাজারে অভিযান চালিয়ে নকল প্রসাধনী রাখা ও বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার(১৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ওই অভিযান চালান।
অভিযানে ঘাটাইল বাজারের নাবিল এন্টারপ্রাইজকে ৫০ হাজার এবং মাহির এন্টারপ্রাইজকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমান নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসায়ীরা নকল প্রসাধনী মজুদ ও বিক্রির পায়তারা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল বাজারে অভিযান পরিচালনা করে দুটি ডিলারকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওই দুই ডিলারের গোডাউনে রাখা বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করার পর ধ্বংস করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে ঘাটাইল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জাহানারা আক্তার, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু জুবায়ের উজ্জ্বল সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।