দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের ডালিয়াবাড়ি গ্রামে পানিতে ডুবে মোমেন (৮) ও আবিলা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। মোমেন ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে ও আবিলা দিদার হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে বাড়ির পাশে খেলার সময় পাশের ডোবায় পড়ে যায় দুই শিশু। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।