দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ঘাটাইলে ফাগুনের প্রথম দিন বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে। সোমবার(১৩ ফেব্রুয়ারি) সকালে ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরে পুষ্পকাননে উপজেলা প্রশাসন এ বসন্ত উৎসবের আয়োজন করে।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীনের নেতৃত্বে এক বর্ণাঢ্য বসন্ত শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রাটি ঘাটাইল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয় । শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) প্রভাংশু সোম মহান, উপজেলা আওয়ামীলীগেরর আহ্বায়ক শহীদুল ইসলাম লেবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা, পৌর মেয়র শহীদুজ্জামান খান প্রমুখ।