দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কলেজ মোড়ে বুধবার (২১ ডিসেম্বর) বিকালে বাসচাপায় আব্দুস ছামাদ (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ছামাদ ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের হাতিবর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস কলেজ মোড়ে আব্দুস ছামাদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে।