ঘাটাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের পৌর ও ১৪টি ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে শহরের মেইন রোড জামে মসজিদের উত্তরে বিএনপি কার্যালয়ে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফরহাদ উদ্দিন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কায়সার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক। সভায় প্রধান বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন।
কর্মীসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মোফাজ্জল হোসেন জুয়েল, যুগ্ম-আহ্বায়ক মো. আতিকুর রহমান সুজিত, মো. রুবেল মিয়া, মো. মাহমুদল হাসান সিদ্দিকী লিটু, সালেহ আহমেদ খান ইউসুফ প্রমুখ।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শাহিনুর রহমান শাহিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সারোয়ার জাহান কলি, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান হোসেন সুমনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।