আজ- ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ মঙ্গলবার  সন্ধ্যা ৬:৫৯

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

 

ঘাটাইল সংবাদদাতা:

tangail.map.টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার ব্রাক্ষ্মণশাসন নামক স্থানে বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার  সংঘর্ষে মনিরা বেগম (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।  নিহত মনিরা বেগম টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর গ্রামের সোহেল রানার স্ত্রী।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, মনিরা বেগম কালিহাতী থেকে সিএনজি চালিত অটোরিক্সায় করে ঘাটাইল যাচ্ছিলেন। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ব্রাক্ষ্মণশাসন নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই নারীকে আহত অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মনিরা বেগমকে মৃত বলে ঘোষণা করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno