দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামক স্থানে সোমবার(৯ জানুয়ারি) সকালে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. আছাবুর রহমান জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে ছাদে থাকা এক যুবক চলন্ত বাস থেকে পড়ে যান। এ সময় একই দিক থেকে আসা অন্য একটি বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে প্রথমে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।