দৃষ্টি ডেস্ক:
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় সেতু নির্মাণে চীনের অনন্ত অনুসন্ধান প্রক্রিয়া অবশেষে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশটির একটি নদীর ১৮০০ ফুট উপরে ঝুলন্ত বেইপানজিয়াং সেতুটির নির্মাণকাজ সম্প্রতি শেষ হয়েছে।
গুইঝু প্রাদেশিক পরিবহন দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এটিই এখন চীনের সবচেয়ে উঁচু সেতু। দুটি পাহাড়ের মধ্যবর্তী সেতুটির দৈর্ঘ্য ২৩৬২ ফুট আর বেইপান নদীর ১৮৫৪ ফুট উঁচুতে সেতুটির অবস্থান। সেতুটি চলতি বছরের শেষ দিকেই উন্মুক্ত করা হবে।