দৃষ্টি ডেস্ক:
বর্তমানে হিন্দি সিরিয়ালে বেশ কয়েকজন অভিনেত্রী ভালো অভিনয় করছেন। এদের মধ্য থেকে জনপ্রিয় ১০ অভিনেত্রী নিয়ে এ আয়োজন-
দ্রাষ্টি ধামি(dhorostami)
আকর্ষণীয় রূপ ও সৌন্দর্যের জন্য এ অভিনেত্রী জনপ্রিয়তা লাভ করেছেন।
হিনা খান(hina)
স্টাইলিশ এ অভিনেত্রী বেছে বেছে মানসম্পন্ন সিরিয়ালে কাজ করছেন।
জেনিফার উইঙ্গেট(janifer)
প্রতিটি চরিত্রের সঙ্গে খুব সহজে মিশে যেতে পারেন তিনি।
ক্রিতিকা কামরা(Kerekika)
তিনি নিত্য নতুন আঙ্গিকে দর্শকের সামনে হাজির হচ্ছেন।
ক্রিস্টেল ডিসুজা(Kristam)
পরীর মত দেখতে সুন্দর অভিনেত্রী ক্রিস্টেল ডিসুজা।
মাহি ভিজ(Mahi)
বাঁকা চোখের চাহনিতে দর্শকদের হৃদয় হরণ করে চলছেন এই অভিনেত্রী।
রাগিনী খন্না(Ragene)
তার অভিনীত প্রতিটি চরিত্রই তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেছেন।
রেশমি দেশাই(Rasmi)
অভিনয় ক্যারিয়ার নিয়ে দুরন্ত গতিতে ছুটে চলছেন এ অভিনেত্রী।
সানায়া ইরানি(shaina) রুচিশীল দর্শকের কাছে এ অভিনেত্রীর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।
সততা রায়(Shatatearoy)
ঈর্ষান্বিত গ্রহণযোগ্যতা রয়েছে এ অভিনেত্রীর।