দৃষ্টি নিউজ:
জননেত্রী শেখ হাসিনা পরিষদ’র ৭১ সদস্য বিশিষ্ট টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ। কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত হওয়ার পর জননেত্রী শেখ হাসিনা পরিষদের জেলা নেতৃবৃন্দ ফুলের নৌকা নিয়ে সম্প্রতি অাওয়ামীলীগের নেতাদের সাথে দেখা করতে গেলে তারা নতুন এ কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানান।
এ সময় টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সহ-সভাপতি আলমগীর খান মেনু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের সহ দলীয় নেতারা ‘জননেত্রী শেখ হাসিনা পরিষদ’র টাঙ্গাইল জেলা কমিটিকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে বলেন, টাঙ্গাইল জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের প্রতি দোয়া ও আশীর্বাদ রইল। নেতৃবৃন্দ প্রত্যাশা করেন, জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ভিষন ২১ এবং ৪১-এর উন্নত বাংলাদেশ গড়ার সংগ্রামে এ পরিষদ প্রত্যয়ী ভূমিকা রাখবে।
এ সময়ে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভানেত্রী পাপিয়া সেলিম, সাধারণ সম্পাদক লায়ন আলহাজ্ব যোনায়েদ সহ জেলা কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।