দৃষ্টি নিউজ:
অসাধারণ প্রতিভার অধিকারী অকাল প্রয়াত জাতীয় টেনিস তারকা মাজহারুল ইসলাম পিমনের ২৮ তম জন্মবার্ষিকী আজ(৪ অক্টোবর)। এ উপলক্ষে টাঙ্গাইল শহরে তার পিতৃনিবাস পিএস হাউসের ‘পিমন স্মরণী’তে মিলাদ ও দোয়া মাহফিলের অায়োজন করা হয়। আত্মীয়, স্বজন, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মানুষের সুহৃদ উপস্থিতি ‘প্রয়াত এ তারকা’র জন্মানুষ্ঠানটি এক ভিন্ন মর্যাদায় রূপ নেয়।
উল্লেখ্য, মাজহারুল ইসলাম পিমন ২০০৯ সালের ৫ জানুয়ারি আশুলিয়ায় এক মর্মান্তিক মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরন করেন। লনটেনিসের পাওয়ার প্লেয়ার পিমনকে হারিয়ে সকলে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, বিন্দুবাসিনী বয়েস স্কুল মসজিদের পেশ ইমাম কাজী মো. হযরত আলী। প্রয়াত সময়ের খ্যাতিমান লন টেনিস তারকা পিমন বিশিষ্ট সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ত্ব পাপিয়া সেলিম ও মো. সেলিম তরফদারের জৈষ্ঠপুত্র ছিলেন।