প্রথম পাতা / টপ সংবাদ /
জেএসসি-জেডিসি পরীক্ষা মঙ্গলবার শুরু ॥ বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা
By দৃষ্টি টিভি on ৩১ অক্টোবর, ২০১৬ ৬:২৩ পূর্বাহ্ন / no comments
দৃষ্টি নিউজ:
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) শুরু হবে আগামীকাল মঙ্গলবার (১ নভেম্বর)।
গত বছরের তুলনায় এবার এ দুটি পরীক্ষায় মোট শিক্ষার্থী বেড়েছে ৮৬ হাজার ৮৪২ জন। এ বছর ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে। মোট পরীক্ষার্থীর মধ্যে ১২ লাখ ৮৮ হাজার ৪০২ জন ছাত্রী; ছাত্র ১১ লাখ ২৪ হাজার ৩৭৩। গত বছর পরীক্ষার্থী ছিল ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন।
সচিবালয়ে রোববার(৩০ অক্টোবর) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি-জেডিসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার আটটি বোর্ডের অধীনে জেএসসিতে পরীক্ষার্থী ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ ও মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে পরীক্ষার্থী ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ জন।’
দেশের বাইরের আটটি কেন্দ্রে এবার ৬৮১ জন জেএসসি পরীক্ষায় অংশ নেবে। এবারও বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী নাহিদ জানান।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি জনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই, তারা শ্রুতিলেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবে। নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘পরীক্ষা শেষ হবে ১৭ নভেম্বর। আমরা ৩০ ডিসেম্বরের মধ্যে ফল দেব।’ সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘নকলমুক্ত পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস হওয়া প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’
শিক্ষা সচিব সোহরাব হোসাইন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
সর্বশেষ আপডেট
-
টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের সমাবেশ পন্ড
-
মধুপুরে বস্তাভর্তি মানুষের খুলি-হাড় সহ যুবক আটক
-
কালিহাতীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
-
টাঙ্গাইলে বিশ্ব বসতি দিবস উদযাপিত
-
কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নয়া কমিটি গঠন
-
টাঙ্গাইলে তিনদিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালার সমাপ্তি
-
মহেড়া পুলিশ ট্রেনিং সেণ্টারে এসআইয়ের মৃত্যু
-
ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন
আপডেট পেতে লাইক করুন
