দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের তুখোর বক্তা খন্দকার আ. বাতেনের ২১তম মৃত্যু বার্ষিকী মঙ্গলবার(২৯ নভেম্বর)। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কামান্না গ্রামে কবর জিয়ারত, কাঙালি ভোজ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রকাশ, কামান্না গ্রামের খন্দকার শামছুদ্দোর ছেলে খন্দকার আ. বাতেন ৯০-এর দশকে তুখোর ছাত্রনেতা ছিলেন। মহান স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের সাথে ঘনিষ্ঠতার কারণে জাসদ ছাত্রলীগের উপজেলা শাখার আহ্বায়ক ছিলেন। পরে ছাত্রলীগে যোগ দিয়ে জেলা ছাত্রলীগে নিজের অবস্থান তুলে ধরতে সক্ষম হন। অত্যন্ত সম্ভাবনাময় এ তরুণ ১৯৯৬ সালের ২৯ নভেম্বর গাজীপুরের একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে কালিয়াকৈর বাসস্ট্যান্ডের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।
মরহুমের ছোটভাই কালিহাতী উপজেলা যুবলীগ নেতা খন্দকার আ. মাতিন পারিবারিকভাবে আয়োজিত উল্লেখিত কর্মসূচিতে সকলকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।