দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুককে ফুলের নৌকা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা মুরাদ সিদ্দিকী। শনিবার (২৪ডিসেম্বর) সকালে মুরাদ সিদ্দিকী কর্মী-সমর্থকদের সাথে নিয়ে জেলা পরিষদে গিয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের হাতে ফুলের তৈরি নৌকা তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
পরে ফজলুর রহমান খান ফারুক সাবেক ছাত্রনেতা মুরাদ সিদ্দিকীসহ উপস্থিত সকলকে মিষ্টি মুখ করান। ফজলুর রহমান খান ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মুরাদ সিদ্দিকী তাকে এ শুভেচ্ছা জানান।