আজ- ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সকাল ৬:১৬

জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ’লীগ প্রার্থী জয়ী

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-35
টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান খান ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রোববার(১১ ডিসেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার বিকালে টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনের একমাত্র প্রতিদ্বন্দ্বী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক মল্লিক জেলা রির্টানিং কর্মকর্তা বরাবর লিখিত আবেদনের মাধ্যমে তার প্রার্থীতা প্রত্যাহার করেন। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
গত ৪ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে বাদ পড়েন আরও দুই প্রার্থী। আগামী ২৮ ডিসেম্বর আসন্ন জেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলে মোট ১৬৮ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno