দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন পদোন্নতি পেয়ে প্রশাসনের যুগ্ম-সচিব হওয়ায় টাঙ্গাইল প্রেসকাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার(২৭ নভেম্বর) দুপুরে প্রেসকাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
টাঙ্গাইল প্রেসকাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসকাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, ড. মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রেসকাবের যুগ্ম-সম্পাদক মো. নাসির উদ্দিন। এ সময় জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
এরআগে জেলার ১২টি উপজেলার নির্বাহী অফিসারদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে মো. মাহবুব হোসেনকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।