দৃষ্টি নিউজ:
ফেসবুক পেজের মাধ্যমে নাগরিক সমসার সমাধানের উদ্যোগ গ্রহন করায় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ঢাকা বিভাগীয় ইনোভেশন সার্কেল স্বীকৃতি পেয়েছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) এলেঙ্গা রিসোর্টে মন্ত্রী পরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহযোগিতায় ঢাকা বিভাগীয় ইনোভেশন সার্কেল (টাঙ্গাইল পর্ব) অনুষ্ঠানে প্রধান অতিথি মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জেলা প্রশাসকের হাতে ওই স্বীকৃতির ক্রেষ্ট তুলে দেন ।
এছাড়া আরো পাঁচ জেলার কর্মকর্মতাদেরও বিভিন্ন সেক্টরের কর্মদক্ষতার উপর ইনোভেশন সার্কেল স্বীকৃতি দেয়া হয়। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের কর্মকর্তা মানিক মাহমুদ, সমবায় অধিদপ্তরের যুগ্ম-নিবন্ধক মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকা, টাঙ্গাইল, নারায়নগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জের ডিসি, এডিসি, ইউএনওসহ সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মধুপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ঢাকা বিভাগীয় ইনোভেশন সার্কেল স্বীকৃতি পাওয়ায় জেলা প্রশাসক মাহবুব হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, টাঙ্গাইলের সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগিতার কারণেই আজ এ অর্জন সম্ভব হয়েছে।