দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে রোববার(৮ জানুয়ারি) সাড়ে ১২টার দিকে ‘চট্রগ্রাম মেইল’ নামের ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহের সাথে টাঙ্গাইলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বঙ্গবন্ধুসেতু পূর্ব স্টেশনের মাষ্টার আব্দুল মান্নান জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে বঙ্গবন্ধুসেতু পূর্বগামী(ইব্রাহিমাবাদ) ‘চট্রগ্রাম মেইল-৩৭ আপ লোকাল’ ট্রেনটি কালিহাতী উপজেলার সরাতৈল নামকস্থানে পৌঁছলে একটি বগি লাইচ্যুত হয়ে পড়ে। এতে টাঙ্গাইলের সাথে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। জামালপুর থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে। বিকালের মধ্যে ট্রেনটি উদ্ধার শেষে রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে বলেও জানান স্টেশন মাষ্টার।