দৃষ্টি নিউজ:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল শহরের আশেকপুরে বৃহস্পতিবার(২৪ নভেম্বর) সকালে অজ্ঞাত পরিচয় এক যুবকের(২৭) লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, টাঙ্গাইল শহরের আশেকপুর সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হক ভূইয়া জানান, যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। লাশের ময়নাতদন্তের পর মৃতু্্যর কারণ জানা যাবে।