প্রথম পাতা / টপ সংবাদ /
টাঙ্গাইলে অপহৃত যুবতীকে ভারত থেকে উদ্ধার ॥ ১১ অপহরণকারী গ্রেপ্তার
By দৃষ্টি টিভি on ৩০ জানুয়ারী, ২০১৭ ৭:৫৬ অপরাহ্ন / no comments
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ঘাটাইল থেকে অপহৃত যুবতী সাবিনাকে ইন্টারপোলের সহায়তায় রোববার(২৯ জানুয়ারি) বিকালে ভারত থেকে উদ্ধার ও অপহরণকারী চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
সোমবার(৩০ জানুয়ারি) টাঙ্গাইলের র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত ২০১৫ সালের ১৭ আগস্ট টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী থেকে যুবতী সাবিনা বেগমকে(১৮) অপহরণ করা হয়। ২৫ সেপ্টেম্বর অজ্ঞাত ব্যক্তি ফোন করে জানায়, সাবিনা বেগম ভারতে রয়েছে এবং ৫লাখ টাকা মুক্তিপণ দিলে তাকে ছেড়ে দেয়া হবে। ওই বছরের ২৯ সেপ্টেম্বর অপহৃতার মা রওশন আরা বিষয়টি র্যাব-১২’র টাঙ্গাইল সিপিসি-৩ এ লিখিতভাবে জানিয়ে উদ্ধারের আবেদন করেন। অভিযোগ পেয়ে মোবাইল ফোনের সূত্র ধরে র্যাব অনুসন্ধান শুরু করে। এক পর্যায়ে তারা র্যাব সদর দপ্তরের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা চেয়ে পত্র পাঠায়।
নানামুখী তৎপরতার এক পর্যায়ে গোপণ সূত্রে খবর পেয়ে নগদ টাকার বিনিময়ে অপহৃত সাবিনাকে ফেরত আনতে ফাঁদ পাতে। ওই ফাঁদে অপহরণকারী চক্রের ১১ সদস্য র্যাবের হাতে ধরা পড়ে। তারা হচ্ছেন, খুলনার সোনাডাঙ্গা উপজেলার গোবরচাকা মোল্লাবাড়ী গ্রামের মৃত হান্নান হাওলাদারের ছেলে মো. রোকন(২২), টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের মৃত হায়েত আলী মাস্টারের মেয়ে আয়েশা আক্তার আশা(২৮), খুলনার তেরখাদা উপজেলার শেখপুরা গ্রামের মৃত মোজাম্মেল সরদারের ছেলে আমির হোসেন(২৩), গোপালগঞ্জ সদরের নিজরাবটবাড়ী গ্রামের মো. মাজেদ খন্দকারের ছেলে মো. হাসান খন্দকার(৩০), যশোর সদরের ঘড়িভাঙ্গা গ্রামের ইব্রাহিম মোড়লের ছেলে হাবিবুর রহমান মোড়ল(২৮), একই এলাকার রুহুল আমিনের ছেলে আবু সামাদ(৩২), নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের মৃত তৈয়ব মোল্লার ছেলে মো. মিল্টন মোল্লা(২৩), চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চর রামপুর গ্রামের আব্দুল মজিদ মিজির ছেলে মামুন মিজি(২৮), গোপালগঞ্জ সদরের মানিকদা গ্রামের রেজাউলের ছেলে আবু তাহের(৩০), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট গ্রামের মৃত ছালামতের ছেলে সালমান(৩২) ও খুলনা জেলার তেরখাদা উপজেলার শেখপুরা গ্রামের রকফান মোল্লার ছেলে আজগর মোল্লা(৩১)। গ্রেপ্তারকৃতদের নামে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২-এর ৭/৮/৯/১০/১১/১৩ ধারায় মামলা দায়ের করা হয়।
টাঙ্গাইল র্যাবের কমান্ডার মুহম্মদ মহীউদ্দিন ফারুকী বিপিএম সংবাদ সম্মেলনে আরো জানান, গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উদ্ধারকৃত সাবিনা সহ অনেক কিশোরী-যুবতীকে ভারতে পাচার করেছে। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃত সাবিনাকে উদ্ধারে র্যাব ব্যাপক তৎপরতা চালায়। র্যাব গোপণ সূত্রে জানতে পারে, র্যাবের নানামুখী তৎপরতায় ভীত হয়ে অপহৃত সাবিনাকে বেনাপোলের ভারত সীমান্তে ছেড়ে দেয়া হয়েছে। র্যাব ইন্টারপোলের সহায়তায় উর্ধতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফ, যশোর জেলা পুলিশ ও ইমিগ্রেশন পুলিশের যৌথ অভিযানে ভারত থেকে সাবিনাকে ফেরত আনতে সক্ষম হয়।
মন্তব্য করুন
বাংলাদেশে করোনা ভাইরাস
সর্বশেষ আপডেট
-
ঢাকা-কক্সবাজার ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা
-
নাগরপুর চাঁদাবাজির অভিযোগ প্রত্যাখ্যান করে বিএনপির সংবাদ সম্মেলন
-
ঘাটাইলে বন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
-
টাঙ্গাইল চেম্বারের প্রেসিডেন্ট বেনজীর আহমেদ টিটো
-
ভাসানী বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য আনোয়ারুল আজিম
-
মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
-
সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসির যেসব ক্ষমতা থাকছে
-
এলেঙ্গায় চাঁদাদাবি করায় বিএনপির চার নেতাকর্মী আটকের পর মুচলেকায় মুক্ত
-
টাঙ্গাইলে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ