আজ- শুক্রবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
১ ফাল্গুন, ১৪৩১ | রাত ১২:২৩
১৪ ফেব্রুয়ারি, ২০২৫
১ ফাল্গুন, ১৪৩১
১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১ ফাল্গুন, ১৪৩১

টাঙ্গাইলে অর্থনৈতিক সম্ভবনা ও করণীয় শীর্ষক সেমিনার

দৃষ্টি নিউজ:

dristy-10
টাঙ্গাইলে ‘জেলার অর্থনৈতিক সম্ভবনা ও করণীয়’ শীর্ষক এক সেমিনার বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত ‘অর্থনৈতিক শুমারী-২০১৩’-এর আলোকে জেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।
জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীন, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।
জেলা পরিসংখ্যান অফিসের মতে, টাঙ্গাইলে গত ১০ বছরে স্থায়ী অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা ৫৭.১০%, অস্থায়ী অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা ১৯.৯০% এবং খানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ডের সংখ্যা ৫৫১ % বৃদ্ধি পেয়েছে।
বক্তরা বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দ্রুতগতিতে বাড়ছে। এর ফলে বর্তমান সরকার ঘোষিত ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র।
সেমিনারে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়