দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে বেরকারি সংগঠন আইসিবি’র উদ্যোগে রোববার(১ জানুয়ারি) ইংরেজি নববর্ষ ও বড়দিন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া হাউজিং মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা আইসিবি’র সমন্বয়কারী আতাউর রহমান খান। সভায় প্রধান অতিথি ছিলেন, আইসিবি’র চেয়ারম্যান আব্দুল মাবুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল ফকির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম পান্না, হাসান খান, এসএম আব্দুর রশিদ, আরিফ, জয়, কাকন প্রমুখ।
সভায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা ও সকল মানুষের মঙ্গল কামনা করা হয়। পরে ইংরেজি নববর্ষ উপলক্ষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি ও তবারক বিতরণ করা হয়।