দৃষ্টি নিউজ:
‘নারী-পুরুষের সমতায় উন্নয়নের যাত্রা- বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ প্রতিপাদ্যে নানা কর্মসূচর মধ্য দিয়ে বুধবার(৮ মার্চ) রোববার আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, র্যালি, আলোচনা সভা ইত্যাদি।
[vsw id=”oenIjT_d044″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
এ উপলক্ষে সকালে সদর উপজেলার চরাঞ্চল কাতুলী ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদ।