আজ- বুধবার | ২ জুলাই, ২০২৫
১৮ আষাঢ়, ১৪৩২ | রাত ১:১৪
২ জুলাই, ২০২৫
১৮ আষাঢ়, ১৪৩২
২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ়, ১৪৩২

টাঙ্গাইলে আ’লীগ নেতা বাপ্পীর ১৭তম শাহাদৎ বার্ষিকী পালিত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে শোক র‌্যালি, পুস্পার্ঘ অর্পন, কবর জিয়ারত, গণভোজ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান খান বাপ্পীর ১৭তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার(২১ নভেম্বর) সকালে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে শহীদ বাপ্পী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও পরে শহীদ বাপ্পীর কবর জিয়ারত ও মোনাজাত করা হয়। এছাড়া দুপুরে শহরের কলেজ পাড়ায়(পানি ট্যাংক) গণভোজের আয়োজন করা হয়।

কর্মসূচিতে টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু , টাঙ্গাইল-৩ আসনের সাবেক সংসদ

সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান(রানা), টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক

আলমগীর, সাধারণ সম্পাদক এমএ রৌফ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্বাস আলীসহ আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রকাশ, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে এবং সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পী ২০০৩ সালের ২১ নভেম্বর সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় টাঙ্গাইল শহরের কলেজপাড়ায় নিজ বাসার কাছে নিহত হন। এ সময় বাপ্পীর সঙ্গী আবদুল মতিন নামে এক ব্যক্তিও নিহত হন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়